Monthly Archives: July 2020

৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবী

বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম, জন্মস্থান, জন্ম তারিখ , পদবি, কর্মস্থল ও শহীদ হওয়ার তারিখ এবং সমাধি স্থানসহ বিভিন্ন তথ্য।

নামঃ মোস্তাফা কামাল


জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে।
জন্ম তাংঃ ১৬ ডিসেম্বর ১৯৪৭ সাল
পিতাঃ হাবিবুর রহমান মন্ডল
মাতাঃ মোসাম্মাৎ মালেকা বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৮ সাল
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ ব্রাক্ষ্মনবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে

নামঃ মোহাম্মদ হামিদুর রহমান


জন্মস্থানঃ বর্তমান ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার খোরদাখালিশপুর গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ২ ফ্রেব্রুয়ারি ১৯৫৩ সাল
পিতাঃ আক্কাস আলী
মাতাঃ কায়দাছুন্নেসা
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৭০ সালে
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৪নং সেক্টর
মৃত্যুঃ ২৮ অক্টোবর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান

নামঃ মুন্সি আব্দুল রউফ


জন্মস্থানঃ ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে ।
জন্ম তাংঃ ১ মে ১৯৪৯ সাল
পিতাঃ মুন্সি মেহেদি হোসেন
মাতাঃ মোছাঃ মুকিদুন্নেছা
কর্মস্থলঃ ই পি আর (ইস্ট পাকিস্তান রাইফেলস
যোগদানঃ ৮ মে ১৯৬৩ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে

নামঃ রুহুল আমিন


জন্মস্থানঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাগপাদুরা গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ১৯৩৪ সালের জুন মাসে
পিতাঃ মোঃ আজহার পাটোয়ারী
মাতাঃ মোছাঃ জুলেখা খাতুন
কর্মস্থলঃ নৌবাহিনী
পদবীঃ স্কোয়াড্রন ইন্জিনিয়ার
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১০ নং সেক্টর
মৃত্যুঃ ১০ ডিসেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রুপসা ফেরিঘাটের লুকপুরে ।

নামঃ মহিউদ্দিন জাহাঙ্গীর


জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগন্জ থানার রহিমগন্জ গ্রামে ।
জন্ম তাংঃ ৭ই মার্চ ১৯৪৯ সালে
পিতাঃ আব্দুল মোতালেব হাওলাদার
মাতাঃ মোসাম্মাৎ সাফিয়া বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৭ সালে
পদবীঃ ক্যাপ্টেইন
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৭ নং সেক্টর
মৃত্যুঃ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে
সমাধি স্থানঃ চাঁপাইনবাবগন্জের সোনা মসজিদ প্রাঙ্গন

নামঃ মতিউর রহমান


জন্মস্থানঃ ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়ি।
জন্ম তাংঃ ২৯ অক্টোবর ১৯৪১ সালে
পিতাঃ মৌলবি আব্দুস সামাদ
মাতাঃ সৈয়দা মোবারুকুন্নেসা
কর্মস্থলঃ বিমান বাহিনী
যোগদানঃ ১৯৬১ সালে
পদবীঃ ফ্লাইট লেফট্যানেন্ট
মৃত্যুঃ ২০ আগস্ট ১৯৭১ সালে
সমাধি স্থানঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।

নামঃ নূর মোহাম্মদ শেখ


জন্মস্থানঃ নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
জন্ম তাংঃ ২৬ ফ্রেব্রুয়ারী ১৯৩৬ সাল
পিতাঃ মোঃ আমানত শেখ
মাতাঃ জেন্নাতুন্নেসা
স্ত্রীঃ তোতাল বিবি
কর্মস্থলঃ ই পি আর
যোগদানঃ ১৯৫৯ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ যশোরের কাশিপুর নামক স্থানে

ক্যারিয়ার ব্যবস্থাপনা যেভাবে করবেন

ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।

চাকুরি সন্ধান কর্মপরিকল্পনার ৬টি ধাপ

১. নিজেকে মূল্যায়ন করা

২. ক্যারিয়ারের লক্ষ্যসমূহ গবেষণা করা

৩. পরিকল্পনা প্রণয়ন করা

৪. নিজ-বিপনী ( Self Marketing ) কৌশল নির্ধারণ করা

৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করা

৬. বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন করা

১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন:

১.আমার মূল্যবোধগুলো কি কি?

২.সিদ্ধান্ত প্রণয়নে কোন বিষয়গুলো আমাকে প্রভাবিত করছে?

৩.এর উদ্দেশ্য কি? ব্যতিক্রমি কিছু করা নাকি কেবল অর্থ উপার্জন ? মনোযোগের কেন্দ্রে থাকার ইচ্ছা নাকি অন্যকে সাহায্য করার ইচ্ছা?

৪.আগামী কয়েক বছরে আমার উদ্দেশ্য ও প্রাধান্যগুলো কি কি? আজ থেকে পাঁচ বছর পর আমার পরিকল্পনা কি?

৫.আমার প্রধান শক্তিগুলো কি?

৬.কি আমার জীবনকে অর্থপূর্ণ করে? আমার উদ্দেশ্য কি?

৭.আমার জীবন দর্শনে কর্মের স্থান কোথায়?

২. নিম্নোক্ত উপায়ে ক্যারিয়ার লক্ষ্যসমূহ গবেষণা করা:

আপনার পছন্দনীয় কাজের ক্ষেত্র নির্ধারণ করুন ।আপনি কাজ করতে পছন্দ করেন অথবা আপনার কাজের প্রস্তাব রয়েছে এরূপ প্রতিষ্ঠান বিশেষণ করুন।

কাজের ক্ষেত্র নির্ধারণ:

  • কোন ধরনের পণ্য অথবা সেবা এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে?
  • প্রধান কর্মক ও সম্ভাবনাময় ব্যক্তি কারা?
  • এই খাতের/ শিল্পের কোনো একটি প্রতিষ্ঠানের সাফল্যের প্রধান নিয়ামকগুলো কি কি?
  • ভবিষ্যতে এ খাতে লোক নিয়োগের সম্ভাবনা কতটুকু?
  • কোন ধরনের প্রতিভাকে এ খাত আকর্ষণ ও নিয়োগ করে এবং এ খাতে কোন ধরনের লোক প্রয়োজন?

প্রতিষ্ঠান বিশেষণ:

  • এ খাতের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এ প্রতিষ্ঠান আলাদা কেন?
  • এ প্রতিষ্ঠানের সংস্কৃতি, মূল্যবোধ ও প্রাধান্যগুলো কি কি?
  • এ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি (এম. ডি., সি.ই.ও, সি.এফ.ও এবং সি.ও.ও) এবং তাদের লক্ষ্য কি কি?
  • কর্মচারীদের সাথে এ প্রতিষ্ঠানের আচরণ কেমন?
  • প্রতিষ্ঠানের সুনাম রয়েছে কেমন?
  • সেখানে কাজের পরিবেশ কেমন?

৩. পরিকল্পনা প্রণয়ন:

  • আপনার পছন্দনীয় প্রতিষ্ঠান ও ভূমিকায় আপনার অবস্থানের বাস্তবসম্মত বিচার বিশেষণের মাধ্যমে চাকুরির বিকল্পগুলো খুঁজে বের করুন।
  • প্রাধান্য নির্ধারণ করুন এবং তা বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করুন
  • প্রধান পছন্দনীয় প্রতিষ্ঠানের লোক নিয়োগ সময়ের ভিত্তিতে চাকুরি সন্ধানের সাধারণ সময় নির্ধারণ করুন।

৪. নিজ বিপনী কৌশল প্রণয়ন: ( Self-marketing strategy ) :

  • পণ্য ( Product ) : ভোক্তাকে (সম্ভাব্য নিয়োগকর্তা) দেয়ার মত কোন কোন দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে?
  • মূল্য ( Price ): চাকুরির বাজারে আপনার মূল্য কতখানি? আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কি চাকুরির বাজারে আপনাকে অতি সমাদৃত পণ্যের স্থান দেয়, নাকি আপনার কাংখিত প্রতিষ্ঠানের দরজায় পৌছুতে আপনাকে কিছুটা ছাড় দিয়ে শুরু করতে হবে?
  • বিপণন ( Promotion ) : কোন ধরনের বক্তব্য বা বিষয়বস্তু আপনার পেশাগত দক্ষতাকে তুলে ধরে?
  • পরিবেশন ( Place ): আপনি চাকুরির বাজারে কিভাবে নিজেকে পরিবেশন করবেন? সম্ভাব্য চাকুরিদাতাদের কাছে নিজেকে তুলে ধরার বহুবিধ মাধ্যম ব্যবহার করার কথা বিবেচনা করুন। এর মধ্যে রয়েছে তাত্ক্ষনিক নিয়োগ, চাকুরির বিজ্ঞাপন (পত্রিকা অথবা অনলাইন জব সাইট্ ), চাকুরি মেলা (Job fair) , কোম্পানির ওয়েবসাইট, নিয়োগদাতা কর্মকর্তাদের সাথে এবং চেনাপরিচিতদের মাধ্যমে যোগাযোগ।
  • অবস্থান তৈরি ( Positioning ): কোন দিক থেকে আপনি অন্যান্য চাকুরিপ্রার্থীদের চেয়ে পৃথক? আপনার দক্ষতা, অতীত ও আগ্রহ কিভাবে আপনাকে পৃথক করে?

জীবনবৃত্তান্ত, কভার লেটার ও যোগাযোগ মাধ্যমই আপনার বিপণন হাতিয়ার

Resumes, cover letters, and your network are your marketing tools.

৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি:

  • পূর্ব থেকেই উক্ত শিল্প ও এর প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজখবর করুন।
  • আপনি কি চাচ্ছেন কোন বিষয়টি আপনার নিকট গুরুত্বপূর্ণ ও কেন আপনি এ সাক্ষাৎকার দিচ্ছেন তা জানুন।
  • আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা, মেধা ও শক্তির কতখানি আপনি দিতে পারবেন তা জানুন।
  • আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তা অনুমান করুন।
  • অনুশীলন, সংশোধন ও আরো অনুশীলন করুন।
  • সাক্ষাৎকারে সময়মত উপস্থিত হোন, আগ্রহ ও পেশাগত মনোভাবের পরিচয় দিন।
  • যদি সাক্ষাৎকার গ্রহণকারী পরবর্তী ধাপ ও নিয়োগের সময় সম্পর্কে কোন আলোচনা না করে, তবে তা জিজ্ঞাসা করুন।
  • প্রতিটি সাক্ষাৎকারের পর নিজের পারফরম্যান্স মূল্যায়ন করুন। আপনি কোন কাজটা ভাল করলেন এবং কোন কাজটা ভাল হল না তা বোঝার চেষ্টা করুন।

৬.বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন

  • আপনার কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হবার সাথে সাথে মধ্যবর্তী সংশোধন এবং ফলাফল আরও ভাল করার জন্য পূর্বপদক্ষেপ মূল্যায়ন করুন। নিম্নোক্ত প্রশ্নাবলী জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করুন।
  • কোন কাজটি ভাল হচ্ছে এবং কোনটি হচ্ছে না?
  • কোথায় আমাকে উন্নতি করতে হবে?
  • কোন ধরনের সাহায্য বা পরামর্শ আমার প্রয়োজন?
  • সাহায্য, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য আমি কোথায় যাব?
  • আমার কর্মসম্পাদনে কোথায় গলদ রয়েছে যা সংশোধন করা প্রয়োজন?
  • আমার অবস্থানের উন্নয়নে কিভাবে আমি মোটিভেশন ধরে রাখতে পারব?

দেশের মানুষ

কী চমৎকার দেখা গেল

‘আআআ…রে, কী চমৎকার দেখা গেল/ নজর করে দেখো ভালো/ গাঁয়ের বধূ নাইওর এল/ তার পরেতে দেখা গেল/ যমুনায় পানি এল/ কী চমৎকার দেখা গেল/ সরকারবাড়ি ভাইসা গেল/ কুতুব মিনার হেলে গেল/ এই বারেতে দেখেন ভালো/ ঢাকা শহর দেখা গেল/ শেখ মুজিবুর আইসা গেল/ একাত্তরের যুদ্ধ হলো…।’

বায়োস্কোপ দেখাচ্ছেন নেফাজ আলী।

এক হাতে বায়োস্কোপের শলাকা ঘোরাচ্ছেন, অন্য হাতে কাঠের খঞ্জনি বাজাতে বাজাতে সুর তুলছেন নেফাজ আলী। কাঠের বক্সের সামনের অংশে কাচ বসানো ছয়টি মুখের ঢাকনায় তখন একচোখা হয়ে মুগ্ধ ছয় খুদে দর্শক।

বায়োস্কোপওয়ালা নেফাজ আলী। এভাবেই সুর-ছন্দে হেলেদুলে নেচে বায়োস্কোপ দেখাচ্ছেন ৬৩ বছর ধরে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কালিকাপুর গ্রামে তাঁর বাড়ি, দেখা হয়েছিল বগুড়া শহরে এক বৈশাখী মেলায়। নেফাজ আলী বললেন, ‘এই বায়োস্কোপের বয়স ১৩৩ বছর। চাচাজানের কাছে ছিল ৭০ বছর; আমার কাছে আছে ৬৩ বছর ধরে।’ বায়োস্কোপওয়ালা নেফাজ আলী সন্তানের মতোই দরদ দিয়ে আগলে রেখেছেন বাক্সটি। এই বায়োস্কোপ দেখানোর রোজগারেই সংসার চলে তাঁর।

শুরুটা তাঁর চাচার হাত ধরে; তখন বয়স সবে ১১ বছর। চাচা গেদা বয়াতি এলাকার পথঘাট-অলিগলি ঘুরে বায়োস্কোপ দেখাতেন। চাচার পিছু পিছু ঘুরতেন তিনি। গ্রামগঞ্জে বায়োস্কোপ দেখিয়ে বাড়ি ফেরার পথে নেফাজকে গঞ্জের দোকান থেকে একটা লজেন্স আর এক আনার লই মিঠাই কিনে দিতেন গেদা বয়াতি। চাচা মারা গেলে সেই বায়োস্কোপই দেখানো শুরু করেন নেফাজ আলী। এখনো সে বায়োস্কোপই তিনি বয়ে বেড়াচ্ছেন।

বায়োস্কোপওয়ালা নেফাজ আলী

নেফাজ আলী বলেন, ‘মুক্তিযুদ্ধের পর গ্রামের অলিগলি ঘুরে বায়োস্কোপ দেখাতাম। পর্দায় তখন দেখানো হতো মুক্তিযুদ্ধের দৃশ্য। সেই দৃশ্য দেখতে বায়োস্কোপের সামনে হুমড়ি খেয়ে পড়ত ছেলে-বুড়োরা। বায়োস্কোপ শেষ হলে আবেগে চোখ মুছত। লোকজন খুশি হয়ে ধান, চাল, ডালসহ খেতের শস্য ঢেলে দিত। চারদিকে তখন এই বায়োস্কোপের কত কদর। এখন দিন পাল্টেছে। তেমন দর্শক মেলে না।’

তবু জীবিকার প্রয়োজনে, কাঠের এই বাক্সটার প্রতি ভালোবাসার টানে বায়োস্কোপ নিয়ে পথে পথে ঘোরেন। গ্রামে-গঞ্জে যান। বৈশাখী মেলায় ডাক পড়ে। মেলায় এলে রোজগার কিছুটা ভালো হয়। বায়োস্কোপের আয় দিয়েই ছোট আট বোন আর দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। নেফাজ বলেন, ‘৬৩ বছরে দর্শক বদলেছে। বদলায়নি শুধু এই বায়োস্কোপ। তবে আগে টিনের মুখ ছিল, এখন তার বদলে স্টিলের তৈরি শিশুদের টিফিন বক্স কেটে মুখে বসিয়েছি।’

এক বায়োস্কোপওয়ালার জীবনকাহিনি নিয়ে তৈরি বাপজানের বায়োস্কোপ ছবিটি সিনেমা হলে গিয়ে দেখেছেন নেফাজ আলী। ছবিটা দেখে নাকি তাঁর নিজের গল্প বলেই মনে হয়েছে। এমন কথোপকথনের ফাঁকেই নেফাজ আলীর বায়োস্কোপের সামনে দর্শকের ভিড় বেড়ে গেল। বায়োস্কোপওয়ালা হেলেদুলে গাইতে শুরু করলেন, ‘কী চমৎকার দেখা গেল/ রহিম রূপবান আইসা গেল/ ঢাকার শহর দেখেন ভালো/ কী চমৎকার দেখা গেল…।’

অভীক আনোয়ার: বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশী

সম্প্রতি ভক্সওয়াগন এমিও কাপের প্রথম দুটি রাউন্ডে রেস জিতেছেন বাংলাদেশী অভীক আনোয়ার। দেশের বাইরে কোন বাংলাদেশীর এটিই প্রথম রেস জয়।

ব্যয়বহুল এই খেলা এখনো বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেনি। নেই প্রশিক্ষণের সুবিধাও।

তারপরও কীভাবে তিনি একজন পেশাদার রেসার হয়ে উঠেছেন 

হাতে স্টিয়ারিং হুইল, পায়ের নিচে ব্রেক। তীব্র গতিতে ছুটছে গাড়ি। এর চেয়ে রোমাঞ্চ আর কীই–বা হতে পারে। আর সেই রোমাঞ্চই ছোটবেলা থেকে পেয়ে এসেছেন তৌহিদ আনোয়ার। ফর্মুলা রেসের আন্তর্জাতিক জগতে অভিক আনোয়ার নামে পরিচিত বাংলাদেশের এই মোটর রেসার। গত আগস্টে মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে জিতেছেন ব্রোঞ্জপদক। বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদক মঞ্চে উঠেছেন অভিক আনোয়ার। মালয়েশীয় চ্যাম্পিয়নশিপ সিরিজের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় রেসে ৪৮ দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় হয়েছিলেন মুন্সিগঞ্জের এই যুবক।

স্বপ্নের শুরু যেভাবে

বাবা আনোয়ার হোসেনের গাড়ির ব্যবসা। ছোটবেলা থেকেই নানা ব্র্যান্ডের গাড়ি দেখে বড় হয়েছেন। প্রায়ই বাবার দোকানে গিয়ে গাড়ি ছুঁয়ে দেখতেন। তখনই শখ জাগে গাড়ি নিয়ে ভিন্ন কিছু করার। এরপর বাবাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে গাড়ি চালনা শেখেন। ওই সময় টিভিতে দেখতেন ফর্মুলা ওয়ান রেসিং। চোখের নিমেষে বিশ্বখ্যাত রেসার মাইকেল শুমাখার, মিকা হাকিনেনদের ছুটে চলা দেখতেন। তাঁদের দেখেই একদিন স্বপ্ন জাগে গাড়িতে গতির ঝড় তোলার।

ঢাকার গুলশানে অভিকের গাড়ির দোকান। ৪ সেপ্টেম্বর সেখানে বসে অভিক বলছিলেন, ‘আমি তখন নিয়মিত ফর্মুলা ওয়ান দেখতাম। মাইকেল শুমাখারের রেসিং দেখে একদিন মনে হলো, আহা, যদি আমিও এমন করে ছুটতে পারতাম। সেই থেকে শুরু।

অভিক আনোয়ার। ছবি: সংগৃহীত

হাতে স্টিয়ারিং হুইল, পায়ের নিচে ব্রেক। তীব্র গতিতে ছুটছে গাড়ি। এর চেয়ে রোমাঞ্চ আর কীই–বা হতে পারে। আর সেই রোমাঞ্চই ছোটবেলা থেকে পেয়ে এসেছেন তৌহিদ আনোয়ার। ফর্মুলা রেসের আন্তর্জাতিক জগতে অভিক আনোয়ার নামে পরিচিত বাংলাদেশের এই মোটর রেসার। গত আগস্টে মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে জিতেছেন ব্রোঞ্জপদক। বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদক মঞ্চে উঠেছেন অভিক আনোয়ার। মালয়েশীয় চ্যাম্পিয়নশিপ সিরিজের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় রেসে ৪৮ দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় হয়েছিলেন মুন্সিগঞ্জের এই যুবক।

স্বপ্নের শুরু যেভাবে

বাবা আনোয়ার হোসেনের গাড়ির ব্যবসা। ছোটবেলা থেকেই নানা ব্র্যান্ডের গাড়ি দেখে বড় হয়েছেন। প্রায়ই বাবার দোকানে গিয়ে গাড়ি ছুঁয়ে দেখতেন। তখনই শখ জাগে গাড়ি নিয়ে ভিন্ন কিছু করার। এরপর বাবাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে গাড়ি চালনা শেখেন। ওই সময় টিভিতে দেখতেন ফর্মুলা ওয়ান রেসিং। চোখের নিমেষে বিশ্বখ্যাত রেসার মাইকেল শুমাখার, মিকা হাকিনেনদের ছুটে চলা দেখতেন। তাঁদের দেখেই একদিন স্বপ্ন জাগে গাড়িতে গতির ঝড় তোলার।

ঢাকার গুলশানে অভিকের গাড়ির দোকান। ৪ সেপ্টেম্বর সেখানে বসে অভিক বলছিলেন, ‘আমি তখন নিয়মিত ফর্মুলা ওয়ান দেখতাম। মাইকেল শুমাখারের রেসিং দেখে একদিন মনে হলো, আহা, যদি আমিও এমন করে ছুটতে পারতাম। সেই থেকে শুরু।’

লড়াইটা নিজের সঙ্গে

বাংলাদেশে মোটরদৌড়ের কোনো জায়গা মানে রেসিং ট্র্যাক নেই। নেই কার রেসিংয়ের প্রশিক্ষকসহ অন্য সুযোগ-সুবিধাও। কিন্তু তাই বলে থেমে থাকেননি অভিক আনোয়ার। প্লে স্টেশনের গেম আর সিমুলেটর ছিল ভরসা। প্লে স্টেশনে খেলতেন গ্রান ট্যুরিসমো স্পোর্ট। বন্ধুরা প্রায়ই হাসাহাসি করতেন আর বলতেন, ‘এসব অবাস্তব গেম খেলে কী হবে?’ বন্ধুদের বোঝাতেই পারতেন না যে এই খেলার সঙ্গে বাস্তবে গাড়ি চালানোর কতটা মিল রয়েছে। শেষ পর্যন্ত ২০০৭ সালে কানাডায় উচ্চতর পড়াশোনার জন্য গেলে সেখানেই মেলে অনুশীলনের সুযোগ।

পিৎজার দোকান থেকে রেসিং ট্র্যাকে

কার রেসিং একটি ব্যয়বহুল খেলা। অনুশীলন করতেও প্রয়োজন মোটা অঙ্কের অর্থ। সেই টাকা হয়তো অভিক তাঁর বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিতে পারতেন। কিন্তু তিনি তা নেননি। কানাডায় পড়াশোনার ফাঁকে কাজ করতেন পিৎজা সরবরাহের। কখনো রেস্তোরাঁর সবজি কেটেছেন, কখনো লাইব্রেরিতে করেছেন খণ্ডকালীন চাকরি। এসব কাজ করে জমানো টাকা দিয়ে গাড়ি কেনেন। কানাডার অনুশীলন ট্র্যাকে গিয়ে নিয়মিত চর্চা করতেন। অনুশীলন করতে করতেই কার রেসিংয়ে নিজের সম্ভাবনাও আঁচ করেন অভিক। এরপর ২০১২ সালে পড়াশোনা শেষে ফিরে আসেন ঢাকায়।

গাড়ি হাঁকিয়ে ছুটছেন অভিক

চ্যাম্পিয়নের নেশা

বাংলাদেশে এখন পর্যন্ত হওয়া একমাত্র মোটর স্পোর্টস প্রতিযোগিতা র‌্যালি ক্রসে ২০১৪ সাল থেকে অংশ নেন অভিক। ঢাকায় হওয়া সেই প্রতিযোগিতায় হয়েছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। কিন্তু শেষবার পেছনের গাড়ি থেকে এগিয়ে ছিলেন সময়ের ব্যবধানে অনেকটাই। সেই আত্মবিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে রেস করার সাহস জোগায় অভিকের, ‘প্রথম দুবার মাইক্রো সেকেন্ডের ব্যবধানে প্রথম হই। কিন্তু ২০১৬ সালে যখন চ্যাম্পিয়ন হলাম, দেখি সময়ের হিসাবে আমার চেয়ে অনেক পেছনে পড়ে আছেন দ্বিতীয় রেসার। তখনই ভারতে খেলতে যাওয়ার চিন্তা করি।’

এরপর ভারতের ভক্সওয়াগন কাপে ২০১৭ সালে অংশ নিয়েই চতুর্থ হন অভিক; যা তাঁর আত্মবিশ্বাসের পালে লাগায় নতুন হাওয়া, ‘ভক্সওয়াগন অ্যামিও কাপে চতুর্থ হওয়ার পর নতুন করে অনুপ্রেরণা পাই। এরপর মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে খেলেছি। খুবই কঠিন ছিল ওখানে খেলা। তবে এ বছরের শুরু থেকে মনে হলো পুরোপুরি রেসে মনোযোগ দেব। রেস একটা জিততেই হবে আমাকে।’

মালয়েশীয় চ্যাম্পিয়নশিপ সিরিজের একটি পর্বে তৃতীয় সেরার পুরস্কার হাতে অভিক আনোয়ার (ডানে)। ছবি: সংগৃহীত

ব্যবসা সামলে খেলা

দেশে অনুশীলনের সুযোগ নেই। তাই প্রায়ই বিদেশে চলে যান অনুশীলনের জন্য। রেসের অনুশীলনের জন্য ব্যবসাপাতি থেকেও মনোযোগ উঠিয়ে নেন। অনুশীলনের এক সপ্তাহে মুঠোফোন, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যান ইচ্ছা করে। তখন শুধু হোটেল থেকে রেস ট্র্যাকে যান, অনুশীলন শেষে ফিরে আসেন হোটেলে। অনুশীলনের সময় রেস ট্র্যাক থেকে কিছু উপাত্ত (ডেটা) ল্যাপটপে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে ল্যাপটপে বসে নিজের খেলার দুর্বলতা দেখেন। কোথায় উন্নতি করতে হবে, সেগুলো বোঝার চেষ্টা করেন।

ব্যবসা সামলে একাগ্র অনুশীলনে অংশ নেওয়ার কাজটি যে খুবই কঠিন কাজ, তা অভিকের ভাষায় স্পষ্ট, ‘আমার কার রেসিংয়ের প্রতি খুব আগ্রহ রয়েছে বলেই খেলতে পারছি। কিন্তু ব্যবসার পাশাপাশি এটা করা খুব কঠিন। কারণ, প্রতিদিন হাজার হাজার গাড়ির ব্যাপারে কথা বলতে হয়। ব্যাংকিং, এলসি (লেটার অব ক্রেডিট), পারচেজ দেখতে হয়।

তবু স্বপ্ন দেখা

দেশে একেবারে অপ্রচলিত খেলা ফর্মুলা রেসিং। কিন্তু এই খেলাতেও সম্ভাবনা দেখেন অভিক, ‘এটা সত্যি যে আমাদের দেশে কোনো অবকাঠামো নেই। এই দেশে দারিদ্র্যের হার বেশি। মানুষ হয়তো চিন্তা করবে, যেখানে অনেকে খেতে পাচ্ছে না, সেখানে রেস করছে। এটা নেতিবাচক দিক। কিন্তু ইতিবাচক দিক হলো যদি সত্যিই খেলার সুযোগ থাকে, তাহলে অনেক যুবক নেশায় জড়াবে না। কারণ, আমি জানি, গাড়ির প্রতি তরুণদের অনেক মায়া। গাড়ির প্রতি তখন টাকা খরচ করবে। ড্রাগসের দিকে ঝুঁকবে না। রেস করলে রাস্তায় জোরে চালানোর প্রবণতাও কমবে। চিন্তা করবে, জোরে গাড়ি চালিয়ে তো কিছু পাচ্ছি না। কিন্তু রেসে গাড়ি চালিয়ে পুরস্কার তো পাব। তখন জোরে গাড়ি চালানো বন্ধ করে দেবে এমনিতেই।’

বিশ্বের বুকে বাংলার পতাকা

মালয়েশিয়ায় পদক জেতার পর যেন ঘোরলাগা জগতে ছিলেন অভিক, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হচ্ছিল না। অনেক পরে বিশ্বাস হলো, আমি পেরেছি। নিজেকে নিজেই বললাম, দুই বছর পর অবশেষে স্বপ্ন সত্যি হলো।’ অভিকের হাতে শুরু বাংলাদেশের ফর্মুলা ওয়ান ট্র্যাকের পথচলা। কে জানে হয়তো একদিন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে উড়বে লাল-সবুজের পতাকা। জীবনটাই তো গতির, এখানে থেমে থাকার কিছু নেই। অভিক যেন সেই গতিরই প্রতীক, থেমে থাকতে চান না। ছুটতে চান আরও সামনে।

তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো

এন্ড্রয়েড ফোন এর সমস্যা ও সমাধান!

এন্ড্রয়েড কি ?

এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম, যেখানে মিডলওয়্যার ও কিছু বিল্ট-ইন এপলিকেশনও রয়েছে।

১। আমার এন্ড্রয়েড ফোন কোন কাজ করছে না

আপনি আপনার এন্ড্রয়েড ফোনটি রি-স্টার্ট করুন। এতে আপনার ফ্রিজ হয়ে যাওয়া ফোন ঠিক হতে পারে।

২। আমার স্মার্ট ফোন এর ওয়াই-ফাই কানেক্ট হয় না

এই পদ্ধতি আপনার সমস্যার সমাধান করবে। আপনি আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance  এবং stay connected সিলেক্ট করুন। রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে।

৩। মেমরিতে পর্যাপ্ত কাজ করা যায় না

এটি এন্ড্রয়েড এর একটি গুরুত্তপুর্ন সমস্যা। বিভিন্ন কেস (cache) ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের মেমরির স্পেস কমিয়ে ফেলে। আপনি “কেস ক্লিনার” বা “ক্লিন মাস্টার” নামক এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ফোন ক্লিন করতে পারবেন।

এতে আপনার ফোন এর মেমরি স্পেস কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি আপনার ফোন মেমরিতে ইন্সটল করা অ্যাপ গুলি এক্সটার্নাল মেমরি কার্ড এ ট্রান্সফার করে মেমরি স্পেস বৃদ্ধি করতে পারেন।

৪। আমার এসডি কার্ড পাচ্ছে না

এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন।

৫। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয়

আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন।

৬। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব?

আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন।

https://play.google.com/store/apps?hl=en

৭। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব?

ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নতুন ফোন কিনুন।

৮। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা

আপনি Settings > Security > Set up screen lock এবং প্যাটার্ন সিলেক্ট করে আপনার প্যাটার্ন প্রবেশ করান। প্যাটার্ন লক অন্যান্য পাসওয়ার্ড থেকে দ্রুত ও সিকিউর।

৯। আমার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না

আপনি Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করুন। এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে।

১০। কিভাবে আমার এন্ড্রয়েড ফোন এর সকল তথ্য ডিলিট করব

আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন। অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষন করে নিন। কারন এর ফরম্যাট দ্বারা ফোনের সকল কিছু ডিলিট করা হয়।

১১। আমার ফোনটি পানিতে পরে গেছে

খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন। প্রায় ৭২ ঘন্টা ফোনটি শুষ্ক স্থানে রাখুন। এরপর আপনার ফোনটি চালু করুন। এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।

১২। আমার এন্ড্রয়েড স্মার্ট ফোনের লিখা বড় করতে পারব?

মেসেজ সেটিং এ প্রবেশ করে Set test size  অপশন এ গিয়ে লিখার সাইজ বড় করে দিন।

১৩। আমি কি এন্ড্রয়েড এপস  অটোমেটিক্যালি আপডেট করতে পারব?

আপনি Google Play > Menu > My Apps এ প্রবেশ করে অ্যাপ সিলেক্ট করে অপশন থেকে অটো আপডেট চালু করে দিন।

১৪। আমি আমার সার্চ করা লিস্ট গোপন রাখতে চাই

আপনি www.google.com/history এ আপনার এন্ড্রয়েড ব্রাউজার দিয়ে প্রবেশ করুন এবং লগিন করুন। এখানে আপনি আপনার আগের সার্চ করা হিস্টোরি রিমুভ করতে পারবেন এবং ভবিষ্যতে সার্চ গুলো যেন সেভ না করে তা সিলেক্ত করতে পারবেন।

১৫। কিভাবে আমি স্ক্রিনশট নিব?

কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয়। সকল স্মার্ট ফোনের জন্য এই পদ্ধতিটি নয়।

১৬। কিছু অ্যাপস এসডি কার্ড এ ইন্সটল হয় না

আপনি আপনার অ্যাপস গুলো ব্যবহৃত এসডি কার্ড এ ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপটি ইন্সটল করার পর Settings > Manage Applications এ গিয়ে ফোন মেমরি থেকে এসডি কার্ড এ স্থানান্তর করতে হবে।

১৭। কিভাবে আমার ফোনের ভাষা পরিবর্তন করব?

আপনি Settings > Language & Keyboard এ গিয়ে আপনার ভাষাটি সিলেক্ট করুন।

১৮। আমি কি আমার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারব?

হ্যাঁ, আপনি আপনার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারবেন। এর জন্য রুটিং ডিভাইস এর প্রয়োজন এবং  রুট আন-ইন্সটলার নামে একটি অ্যাপ ডাউনলোড করুন।

এর সাহায্যে আপনি ফোনের বিভিন্ন অ্যাপস আন-ইন্সটল করতে পারবেন এবং মেমরি স্পেস বৃদ্ধি করতে পারবেন।

১৯। আমি কি এন্ড্রয়েড ফোনের স্পীড বাড়াতে পারব?

এর জন্যে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন- সেট সিপিইউ। যা প্রসেসর এর অভারলকিং দূর করে স্পীড বৃদ্ধি করে। এটি প্রসেসর কে স্লো করে মেমরি সেভ করে।

এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। নয়ত, প্রসেসর এর ম্যাক্সিমাম স্পীড এর পাশাপাশি আপনার ফোনের প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে।

২০। আমার ফোন ব্যাকআপ করার সঠিক পদ্ধতি কি?

এন্ড্রয়েড ফোন ব্যাকআপ এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। Titanium Backup PRO হল সব

চেয়ে উত্তম পন্থা। এর সাহায্যে আপনি এন্ড্রয়েড ফোনের সবকিছু ব্যাকআপ করতে পারবেন। এই ব্যাকআপ ফাইল আপনার ই-মেইল অথবা ড্রপবক্স এ সংরক্ষন করতে পারবেন।

২১। কিভাবে আমি আমার ফোনে ভাইরাস এটাক প্রতিরোধ করব?

আপনি যেকোনো অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেমন- ক্যাস্পারস্কি মোবাইল সিকিউরিটি অথবা এভিজি যা আপনার ফোনে ভাইরাস আক্রমন থেকে সঠিক নিরাপত্তা প্রদান করবে।

২২। আমার ফোনের সাউন্ড খুবই কম

যদি আপনার ফোনের সাউন্ড খুব কম থাকে, তবে আপনি এন্ড্রয়েড মার্কেট থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে।

২৩। লাইভ ওয়ালপেপার এর কারনে ব্যাটারির চার্জ নস্ট হয়

এর সহজ সমাধান হল আপনি স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন।

২৪। ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না

ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর জন্য Settings > Date & Time > Automatic  সিলেক্ট করে দিন। এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে।

২৫। আমি কি অপ্রয়োজনিয় কল ব্লক করতে পারব?

যদি আপনার ফোনের নেটওয়ার্ক এই সুবিধা প্রদান না করে তবে আপনি Extrem Call Blocker Droid  ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ইনকামিং কল ব্লক করতে পারে কিন্তু এটি সস্থা নয়। এছাড়াও আপনি কল ব্লক এর অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারেন।

২৬। আমার ফোন মাঝে মাঝে স্লো করে। এর জন্য কোন টুলস বা সাহায্য রয়েছে??

আপনার ফোন ফাস্ট করতে সকল অপ্রয়োজনিয় অ্যাপস এবং ডাটা রিমুভ করে ফেলুন। এছাড়াও আপনি System Tyner Pro ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এটি আপনার ফোনের বিভিন্ন টাস্ক ও অযাচিত ফাইল রিমুভ করে ফোনের সর্বাধিক পারফোমেন্স বৃদ্ধি করে।

২৭। আমার ফোন চুরি হয়ে গেছে। আমি কি এটি ট্র্যাক করতে পারব??

আপনি একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করে আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন। PhoneLocator Pro এর দ্বারা জিপিএস এর মাধ্যমে ফোন ট্র্যাক করা সম্ভব হয়।

২৮। কেন আই-টিউন্স এন্ড্রয়েড ডিভাইস এ ব্যবহার করা যায় না?

আই-টিউন্স শুধুমাত্র অ্যাপল এর ডিভাইস এর জন্য তৈরি করা হয়েছে। আপনার এন্ড্রয়েড ডিভাইস এ ফিজিক্যাল কানেকশন রয়েছে, তাই আই-টিউন্স এর প্রয়োজন নেই।

২৯। আমি কিভাবে ফোন ফ্রিজিং অবস্থায় অ্যাপ ক্লোজ করব??

এর জন্যে আপনি Settings > Application > Maneg applicatios এ গিয়ে যেই অ্যাপটি ক্লোজ করতে চান, সেটি সিলেক্ট করে Force Stop এ ট্যাপ করুন। যদি অ্যাপটি কোন মিসবিহেভ করে তবে আন-ইন্সটল করে আবার ইন্সটল করুন।

৩০। আমি কি খুব দ্রুত রানিং অ্যাপস ক্লোজ করতে পারব??

আপনি ডিফল্ট টাস্ক ম্যানেজার এন্ড্রয়েড ব্যবহার করে রানিং অ্যাপস ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপস এর সকল ম্যানেজমেন্ট এর কাজ করতে পারবেন।

৩১। আমি যে ওয়ার্ড গুলো ব্যবহার করতে চাই অটোকারেক্ট কেন তা জানে না?

অটো কারেক্ট সকল ওয়ার্ড জানে না। কিন্তু আপনি ডিকশনারি তে ওয়ার্ড খুব সহযেই যুক্ত পারবেন। যখন আপনি টাইপ করবেন, তখন + চিহ্ন দেখতে পারবেন তাতে ট্যাপ করুন। এতে টাইপকৃত ওয়ার্ড ডিকশনারী তে যুক্ত হয়ে যাবে।

৩২। কী-বোর্ড পরিবর্তন করা

আপনি ১২৩ প্রেস করে হোল্ড করে রাখুন,  এতে আপনি আপনার ফোনে ইন্সটল করা কীবোর্ড এর লিস্ট দেখতে পারবেন। সেখান থেকে একটি সিলেক্ট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।

৩৩। ফোন চার্জ দেওয়ার সময় স্ক্রিন অফ হয়ে যায় কেন?

আপনি Settings > Application > Development এ গিয়ে Stay awake সিলেক্ট করে দিন। এতে চার্জিং এর সময় স্ক্রিন চালু থাকবে।

৩৪। আমি ক্রয় করা অ্যাপ পুনরায় ইন্সটল করতে পারব?

আপনি গুগল প্লে থেকে ক্রয়কৃত অ্যাপটি পুনরায় ইন্সটল করতে পারবেন। আপনি My Market Account এ প্রবেশ করুন। সেখান থেকে আপনি ক্রয়কৃত অ্যাপটি সিলেক্ট করে ইন্সটল করুন।

গুগল প্লে পুনরায় ইন্সটল এর জন্যে কোন চার্জ দাবি করবে না।

৩৫। আমার এন্ড্রয়েড ফোনটি লেটেস্ট ভার্সন কিনা কিভাবে কা জানতে পারব???

আপনি Settings> About Phone > System software updates > Check now এ ক্লিক করুন। যদি কোন নতুন আপডেট থাকে বা আপডেট আপনার ফোনে ইন্সটল করা রয়েছে তবে তা আপনাকে নোটিশ প্রদান করবে।