Featured post

দুর্দিনে সাকিবের পাশে যারা

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান৷ বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের দুর্দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকে৷ এমনকি তাঁর সতীর্থ খেলোয়াড়রা সমবেদনা জানাতে বেছে নিয়েছেন ফেসবুক৷

51046840_303

সাকিবের নেতৃত্বে ‘বিশ্বকাপের ফাইনালে খেলব’

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা মঙ্গলবার ফেসবুকে লিখেছেন: ‘‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার৷ তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব৷ কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

37124751_303

একসঙ্গে ক্রিকেট খেলেছি আঠারো বছর’

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিম মঙ্গলবার ফেসবুকে সাকিব আল হাসানের উদ্দেশ্যে লিখেছেন: ‘‘আঠারো বছরের বেশি সময় ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলছি৷ মাঠে তোমাকে ছাড়া খেলার চিন্তা করাটাও অনেক দুঃখের ব্যাপার৷ আশা করি, তুমি সাফল্যের সঙ্গে দ্রুত ফিরে আসবে৷ তোমার প্রতি সবসময়ই আমার এবং গোটা বাংলাদেশের সমর্থন রয়ছে৷’’

51046889_303

‘তুমি এখনো আমাদের মাঝে সেরা’

জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুক লিখেছেন, ‘‘তুমি এখনো আমাদের সবার মধ্যে সেরা এবং এমনই থাকবে৷ তোমার প্রতি আমাদের সমর্থন রয়েছে৷ সর্বশক্তিমান আল্লাহ তোমাকে শক্তি দিক৷’’

51046757_303

উইআরউইথসাকিব’

জাতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘‘আমার কী বলা উচিত বুঝতে পারছি না! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের আপনাকে ছাড়া খেলতে হবে৷ তবে, আমি জানি এবং বিশ্বাস করি যে আপনি অবশ্যই শক্তভাবে ফিরে আসবে৷ আমরা আপনার ফেরার দিনটির অপেক্ষায় থাকলাম সাকিব ভাই৷ #উইআরউইথসাকিব’’

51046933_303

‘আপনার শূন্যতা কোনভাবে কাম্য নয়’

জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকার লিখেছেন, ‘‘২২ গজের উইকেটে, ড্রেসিং রুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোন ভাবেই কাম্য নয়৷ আমি জানি না এই পরিস্থিতিতে কি বলতে হয় বা লিখতে হয়৷ শুধু এইটুকু বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আগের থেকে আরো পরিনত হয়ে৷ কারন আপনি সাকিব আল হাসান৷’’

51046867_303.jpg

‘আপনাকে মিস করবো’

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘‘আমরা আপনাকে মিস করবো, আশা করছি আপনি আগের চেয়ে আরো শক্তিশালীভাবে ফিরে আসবেন৷’’

51046810_303

‘আপনার শূন্যতা কিছুতেই পূরণ সম্ভব নয়’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উদ্দেশ্যে ক্রিকেটার আবু হায়দার রনি লিখেছেন, ‘‘আগামী একবছর আপনার শূন্যতা কিছুতেই পূরণ সম্ভব নয়৷ তবে বিশ্বাস করি, আপনি ফিরবেন আগের চাইতেও বেশি শক্তিশালি হয়ে৷’’

 

আইভরি কোস্টের ইতিহাসের এযাবৎকালে আবির্ভূত সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড় দিদিয়ের দ্রগবা

দিদিয়ের দ্রগ্‌বা (জন্ম মার্চ ১১, ১৯৭৮) আইভরি কোস্টের একজন ফুটবল খেলোয়াড়। তিনি বিলেতের প্রিমিয়ার লীগে চেলসি দলের পক্ষে স্ট্রাইকার পজিশনে খেলেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে তিনি আইভরি কোস্টের জাতীয় দলে অংশগ্রহণ করছেন।

জন্ম ও শৈশব

দিদিয়ের দ্রগবা ১৯৭৮ সালের ১১ মার্চ আইভরি কোস্টের পুরানো রাজধানী আবিজান শহরে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি তার পরিবার ও বন্ধুদের নিকটে “টিটো” নামে পরিচিত ছিলেন। মাত্র পাঁচ বছর রয়সে তিনি ফুটবল খেলোয়াড় হওয়ার বাসনায় তার চাচার নিকটে ফ্রান্সে চলে যান এবং তিন বছর পর আবার নিজ পরিবারের কাছে ফিরে আসেন।


নিজ দেশের গৃহযুদ্ধ থামিয়েছিলেন যে ফুটবলার

রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। ভাইয়ে ভাইয়ে লড়াই। হীন রাজনৈতিক কারণে রাষ্ট্রে বিভক্তি। অযথা রক্তপাত। এমন একটা পরিস্থিতি আফ্রিকার অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র আইভরি কোস্টের ভবিষ্যৎকে একটা সময় করে তুলেছিল অন্ধকারাচ্ছন্ন। বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র, জাতিসংঘ প্রমুখের আহ্বান, অনুরোধ যখন ব্যর্থতায় পর্যবসিত, তখনই ফুটবল, হ্যঁা ফুটবলই এক করে দিয়েছিল আইভরিয়ান জাতিকে। গৃহযুদ্ধ থামিয়ে শান্তির পথে দেশটিকে নিয়ে যেতে ফুটবলই রেখেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর যাঁর কারণে ফুটবল এত বড় একটা কাজ করতে পেরেছিল তিনি আর কেউ নন খোদ দিদিয়ের দ্রগবা।


আইভরি কোস্টের ইতিহাসের এযাবৎকালে আবির্ভূত সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড় এই দ্রগবা। কেবল ফুটবল বললেও কম বলা হয়, দেশটির ক্রীড়া ইতিহাসেই কিংবদন্তিতুল্য মর্যাদা তাঁর। তিনি আইভরি কোস্টে কতটা জনপ্রিয়, তার সবচেয়ে বড় নমুনা, দেশটির এক ক্রান্তিকালে তিনি তাঁর দেশকে বাঁচিয়েছিলেন খাদের একেবারে প্রান্তসীমা থেকে। তাঁর আহ্বানেই মুখোমুখি বিদ্রোহী ও সরকারি বাহিনী অস্ত্র ফেলে দিয়ে মেতেছিল ফুটবলের সুধায়। বিপর্যয়ের হাত থেকে একটি দেশকে রক্ষা করতে ফুটবল কিংবা দিদিয়ের দ্রগবার মতো ব্যক্তিত্বরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তার সবচেয়ে বড় নজির বোধ হয় এটিই।
২০০২ সালের দিকে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আইভরি কোস্ট। বিদ্রোহী বাহিনী দখল করে নেয় দেশটির একাংশ। রাজধানী আবিদজান ও এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সরকারি বাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ২০০৫ সালের অক্টোবরে আফ্রিকার প্রতিনিধি হিসেবে ২০০৬ জার্মানি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আইভরি কোস্ট। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই আনন্দে উদ্বেল হয়ে ওঠে গোটা দেশ। কিছু সময়ের জন্য হলেও যুদ্ধ ভুলে বিবদমান পক্ষগুলো বিশ্বকাপে যোগ্যতা অর্জনের উৎসবে মেতে ওঠে। এমন পরিস্থিতিতে ফুটবলের আবেগ ব্যবহার করে নিজ দেশের গৃহযুদ্ধ থামাতে এগিয়ে আসেন দিদিয়ের দ্রগবা।
দ্রগবা আইভরি কোস্টে অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তাঁর জনপ্রিয়তার কোনো কমতি নেই কারও কাছেই। চকলেট থেকে শুরু করে মোবাইল ফোন—আইভরি কোস্টের বাজারজাতকৃত প্রায় প্রতিটি পণ্যের প্রসারেই ব্যবহৃত হয় এই ফুটবলারের ইমেজ। ২০০৬ বিশ্বকাপে কোয়ালিফাই করার দিনই। স্টেডিয়ামের সাজঘরে জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে পাশে নিয়ে দ্রগবা দেশবাসীর উদ্দেশে এক আবেগঘন বক্তৃতা দিয়েছিলেন। নিজেদের বিশ্বকাপ-যোগ্যতা অর্জনের কথা উল্লেখ করে দ্রগবা বিবদমান পক্ষগুলোকে গৃহযুদ্ধ থামানোর অনুরোধ জানিয়েছিলেন। জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সেই দারুণ অর্জনটিকে ঐক্যবদ্ধভাবে উদযাপনের আহ্বান জানিয়েছিলেন। দ্রগবার আহ্বানে কাজ হয়েছিল। তাঁর এই ঘোষণার ফলে যুদ্ধ থামিয়ে দিয়েছিল বিবদমান পক্ষগুলো। সব বিভেদ-হিংসা ভুলে মেতে উঠেছিলেন বিশ্বকাপে প্রথমবারের মতো পা রাখার আনন্দেময় উৎসবে।
এর কয়েক দিন পরে আরও একটি অনন্য ঘটনার জন্ম দিয়েছিলেন দ্রগবা। আফ্রিকান নেশনস কাপে মাদাগাস্কারের বিপক্ষে একটি ম্যাচ বউয়াকেতে খেলার অনমুিত আদায় করে নিয়েছিলেন দ্রগবা। বউয়াকে ছিল বিদ্রোহী বাহিনীর মূল ঘাঁটি। আবিদজান থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বউয়াকেতে আয়োজিত মাদাগাস্কারের ওই ম্যাচটিই ছিল আইভরি কোস্টের গৃহযুদ্ধ থামিয়ে দেওয়ার মূল মঞ্চ। সেদিন বিবদমান দুই পক্ষের নেতারাই পাশাপাশি বসে উপভোগ করেছিলেন মাদাগাস্কারের বিপক্ষে ম্যাচ। সরকারি পুলিশ বাহিনী ও সেনারা দায়িত্ব পালন করেছিল বউয়াকে স্টেডিয়ামের শান্তি-শৃঙ্খলা বিধানে।
একজন খেলোয়াড় মাঝেমধ্যে তাঁর খেলোয়াড়ি সত্তার চেয়েও বড় হয়ে উঠতে পারেন।

আইভরি কোস্টের সর্বকালের সেরা ফুটবলার হয়ত তিনিই।

দিদিয়ের দ্রগবা আইভরি কোস্টকে এনে দিয়েছেন বহু সাফল্য। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দেশের জন্য আছে তার অনেক অবদান।

বিশ্বকাপ ওঠেনি যে কিংবদন্তিদের হাতে

চার বছরে একবারই আসে বিশ্বকাপ। দাবিদার আবার ৩২ দেশ। শুরুর দিকে সংখ্যাটা ছিল আরও কম। অংশ নেয়া দেশগুলোয় থাকে তারকা-মহাতারকা ছড়াছড়ি! এবারই যেমন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্রতিটি দেশেরই কেউ না কেউ আছেন।

ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপের জন্মও দেন এই মহাতারকারা। ১৮ ক্যারট স্বর্ণের ট্রফিটা ছুঁয়ে দেখা হয় না অনেক কিংবদন্তিরই। মেসি ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরার মহাকাব্য লিখতে পারেননি। চারবছর পর দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। হয়ত এটিই তার শেষ সুযোগ!

বয়স ৩৩ পেরিয়েছে রোনালদোর। চূড়ান্ত ফর্মে থাকা সময়ের দুই তারকার জন্যই এ বিশ্বকাপটা ‘হয় এবার, নয়তো কখনোই নয়’ রকমের! ছুঁয়ে দেখতে না পারলে মেসি-রোনালদোও নাম লেখাবেন ‘ট্র্যাজিক হিরো’দের কাতারে। যারা খেলাটার কিংবদন্তি, কিন্তু পুড়েছেন বিশ্বকাপ ছুঁতে না পারার ব্যর্থতায়।

তিন পর্বের ধারাবাহিকের শুরুতেই থাকছে এমন ৬ কিংবদন্তির কথা-

আলফ্রেডো ডি স্টেফানো

আলফ্রেডো ডি স্টেফানো
আর্জেন্টিনায় জন্মানো এই কিংবদন্তি তিনটি দেশ আর্জেন্টিনা-কলম্বিয়া-স্পেনের হয়ে খেলেছেন। কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করাতে পারেননি দুটি দলকেই। ১৯৬২ সালে স্পেনকে কোয়ালিফাই করালেও চোটের কারণে আবার বিশ্বকাপেই যাওয়া হয়নি স্টেফানোর।

মিশেল প্লাতিনি

মিশেল প্লাতিনি
তিনবার ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। বিংশ শতাব্দির সেরা ফুটবলারদের তালিকায় ছিলেন ষষ্ঠ স্থানে। ফ্রান্সকে ইউরো কাপের স্বাদ দেয়া মিশেল প্লাতিনির হাতেও কখনো ওঠেনি বিশ্বকাপ। তিনটি বিশ্বকাপে খেলেছেন। যার দুটিতে সেমিফাইনাল অবধি পা রাখতে পেরেছেন।

ফেরেঙ্ক পুসকাস

ফেরেঙ্ক পুসকাস
রিয়াল মাদ্রিদকে টানা ৫বার ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন। ফুটবল ইতিহাসের অন্যতম আক্ষেপ বোধহয় ফেরেঙ্ক পুসকাসের হাতে জুলে রিমে ট্রফি না ওঠা। হাঙ্গেরির ‘মাইটি ম্যাগায়ার্স বা সোনালী দলে’র অধিনায়ক ছিলেন। দেশকে তুলেছিলেন ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালে। কিন্তু ওয়েস্ট জার্মানির বিপক্ষে ফাইনালে ২ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরে যায় পুসকাসের হাঙ্গেরি। গোড়ালির চোট নিয়েও ম্যাচে কিছু সময় মাঠে ছিলেন পুসকাস। জেতা হয়নি ট্রফিটা।

ইউসেবিও

ইউসেবিও
মোজাম্বিকে জন্ম হলেও খেলেছেন পর্তুগালের হয়ে। বেনফিকার হয়ে ৭২৫টি গোল করেছেন ৭২৭ ম্যাচে। ইউরোপ সেরা হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বুট। ১৯৬৬ বিশ্বকাপে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হন। সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডের কাছে হারে পর্তুগাল। ইউসেবিওর হাতেও ওঠেনি বিশ্বকাপ।

লেভ ইয়াসিন

লেভ ইয়াসিন
তাকে বলা হয় সর্বকালের সেরা গোলরক্ষক। অসাধারণ রিফ্লেক্স আর গায়ে কালো জার্সির কারণে খ্যাতি পেয়েছিলেন ‘কালো মাকড়সা’ হিসেবে। ১৩ বছর ধরে সোভিয়েত ইউনিয়নের সেরা গোলরক্ষক ছিলেন। ২০ বছরের অসাধারণ ফুটবল ক্যারিয়ারে একবার বিশ্বকাপ সেমিফাইনালে ওঠাই লেভ ইয়াসিনের সেরা অর্জন।

সক্রেটিস

সক্রেটিস
ছিলেন চিকিৎসক। কিন্তু বাজিলিয়েরো সামপাইয়ো ডি সুজা ভিয়েরা ডি অলিভিয়েরাকে ফুটবল বিশ্ব চেনে এক নামেই। সক্রেটিস। এক ট্র্যাজিক হিরোর নামও। জিকো, জুনিয়র, ফ্যালকাও, সক্রেটিসদের নিয়ে গড়া ব্রাজিল দলকে বলা হয় বিশ্বকাপ না জেতা সর্বকালের সেরা দল। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপে সেলেসাওদের নেতৃত্ব দিয়ে সাফল্যহীন ফুটবলের ‘সক্রেটিস’।

করোনা মহামারিকালে আরেকটি ঈদ পালন করছেন বাংলাদেশের মানুষ৷

‘‘হে আল্লাহ, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা দান করুন৷ আপনি এই ভাইরাস  থেকে বাংলাদেশকে রক্ষা করুন, আমাদের মাফ করুন৷ সারা পৃথিবীর মানুষকে মাফ করে দিন৷ সারাবিশ্বকে করোনামুক্ত করে দিন৷ আমিন৷’’ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে এভাবেই মোনাজাতে আকুতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান৷

করোনা আর বন্যার মধ্যে ঈদুল আজহায় মানুষের স্বতঃস্ফূর্ততা কেমন ছিল? জানতে চাইলে হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আগে থেকেই মসজিদে আসা সকলকে সতর্ক করেছিলাম, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারি বিধি বিধান মেনে জামাতে অংশ নিতে৷ তারা সেটা মেনেই ঈদের জামাতে অংশ নিয়েছেন৷ আসলে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু সেটা আগের মতো নয়৷ পরিস্থিতিটা তো আসলে স্বাভাবিক নয়৷ তবে সবাই ধর্মীয় বিধি বিধান মেনেই ঈদুল আজহা পালন করছেন৷ আমরা যেন সামনের সময়ে উৎসবগুলো সবাই মিলে উদযাপন করতে পারি আল্লাহর কাছে সেই দোয়াই করেছি৷’’

করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি৷ মসজিদগুলোতেই সবাই নামাজ আদায় করেছেন৷ জাতীয় মসজিদে ঢোকার আগে আগতদের মাস্ক আছে কিনা তা নিশ্চিত হয়ে নিয়েছেন প্রবেশমুখে কর্তব্যরত পুলিশ সদস্যরা৷ নামাজের জন্য মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে বসতে দেখা যায়৷ প্রত্যেকেই নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসেন৷ তবে শিশু ও বৃদ্ধসহ অসুস্থ ব্যক্তি বা অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা জামাতে অংশ নেননি৷

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এবার আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি৷ করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে৷ আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে৷ আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি৷’’

শেষ মুহুর্তে কোরবানির পশুর সংকট

করোনার কারণে মানুষের সামর্থ্য কমে গেছে৷ ফলে এবার খুব একটা কোরবানি হবে না, এমনটাই ধরণা করেছিলেন সবাই৷ কিন্তু শেষ মুহূর্তে এই ধারণা পাল্টে যায়৷ বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর পশুহাটগুলোতে কোরবানির পশুর সংকট দেখা দেয়৷ অনেকেই শেষ পর্যন্ত কোরবানির পশু কিনতে পারেননি৷ এমনকি যারা গরু কিনতে চেয়েছিলেন, তারা না পেয়ে খাসি (ছাগল) কিনতে বাধ্য হয়েছেন৷ অনেকে কিনতেই পারেননি৷

মেহেরপুর থেকে ঢাকার বাড্ডার নতুন বাজারে ৪০টি গরু এনেছিলেন মো. হুমায়ুন মিয়া৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত একটি গরুও তিনি বিক্রি করতে পারেননি৷ শুক্রবার সকালে এক ঘণ্টার মধ্যে তার সবগুলো গরু বিক্রি হয়ে যায়৷ ৮০ হাজার থেকে চার লাখ টাকা দামে গরুগুলো তিনি বিক্রি করেছেন৷ হুমায়ুন মিয়ার মতে, শেষ মুহুর্তে অনেকেই গরু পাননি৷ পর্যাপ্ত টাকা থাকার পরও বহু মানুষকে গরু না কিনেই ফিরে যেতে হয়েছে৷ নিজের গরুগুলো তিনি পছন্দসই দামেই বিক্রি করতে পেরেছেন বলে জানান৷

ছবিতে ঢাকার ঈদ উদযাপন

সন্তানকে নিয়ে নামাজে বাবার সাথে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়তে এসেছে ছয় বছরের মাইশা করিম৷ রোযার ঈদের মতো এবারও জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত হয়নি৷ নামাজ আদায়ে মুসল্লিদের গন্তব্য ছিল তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে৷
জীবাণুমুক্তকরণ ব্যবস্থা ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য মসজিদের প্রবেশপথে ছিল হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বুথের ব্যবস্থা৷
জামাতে দূরত্ব বায়তুল মোকাররমে ঈদুল আজহার ছয়টি প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷ সকাল সাতটায় শুরু হয় প্রথম জামাত৷ মুসল্লিরা যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজে অংশগ্রহণ করেন৷
মোনাজাতে আকুতি ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদুল আজহা৷ করোনার কারণে এই বছর ঈদের বাস্তবতাও অন্যবারের চেয়ে আলাদা৷ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদের জামাতের মোনাজাতে একজন মুসল্লি কান্নায় ভেঙ্গে পড়েন৷
কোলাকুলি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের প্রতি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান ছিল৷ কোলাকুলিতেও নিরুৎসাহিত করা হয়েছে৷ তবে অনেকেই তা মানেননি৷
পশুর গোসল
কোরবানি দেয়ার আগে শান্তিনগরে একটি ছাগলকে পরিচ্ছন্ন করে নেয়া হচ্ছে৷
কোরবানি দেওয়ার জন্য পশুটিকে কোনভাবেই মাটিতে শোয়ানো যাচ্ছিল না৷ আনাড়ি হাতগুলোর সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি শেষে অবশেষে পশুটিকে হার মানতেই হলো৷
তদারকি
বাড়ির নিচে কোরবানির কাজ তদারকি করছেন এম এ সালাম৷ ঈদের তিন দিন আগেই ৭৮ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন তিনি৷
কসাইদের ব্যস্ততা
জুলহাস খান ও তাঁর সহযোগী রফিক পেশাদার কসাই, তাদের দোকান রয়েছে ঢাকার রায়েরবাজারে৷ সকাল ১০টার মধ্যেই সাতটি পশু কাটাকাটি শেষ করে তারা রওনা দিয়েছেন আরও ৪ টি পশু প্রক্রিয়ার কাজে৷ এই দিনটাতে তাদের প্রচুর ব্যস্ততা থাকে৷
পরিচ্ছন্নতা
বাসার সামনের রাস্তায় পশু জবাই করা হয়েছে৷ বর্জ্য থেকে যেন দূর্গন্ধ না ছড়ায় তাই দ্রুত একজন পানি দিয়ে সেসব পরিষ্কার করে নিচ্ছেন৷
বর্জ্য ব্যবস্থাপনা
ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়র ২৪ ঘণ্টার মাঝেই সকল বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন৷ এরই অংশ হিসেবে প্রায় ৭০০ গাড়ি নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য নির্দিষ্ট স্থানে জড়ো করতে দেখা গেল৷
কোরবানির সংখ্যা কম
শান্তিনগরের একটি আবাসিক ভবনে প্রায় ১০০ টি পরিবারের বাস৷ প্রতিবছর কমপক্ষে ৬০ টি পশু কোরবানি হলেও এবার হচ্ছে মাত্র নয়টি৷

কর্মস্থলেই ফ্রন্ট লাইন যোদ্ধারা

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্টদের আগেই ছুটি বাতিল করা হয়৷ ফলে তারা কর্মস্থলে থেকেছেন৷ কোভিড পরিস্থিতির কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই হাসপাতালে কর্মরত ছিলেন৷

জাতীয় অর্থপেডিক ও পুর্নবাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘করোনার কারণে শুধু নয়, অধিকাংশ ঈদেই আমাদের কর্মস্থলে থাকতে হয়৷ তারপরও কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছুটি পেতেন৷ কিন্তু এবার করোনার কারণে কেউ ছুটিতে যেতে পারেননি৷ আমি নিজেও ঈদের দিন হাসপাতালে ডিউটি করছি৷ চিকিৎসা সেবা দিতে গিয়ে শুধু ডিউটি নয়, পরিবার থেকেও আমরা অনেকদিনই বিচ্ছিন্ন রয়েছি৷’’

অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে ঈদ

করোনা পরিস্থিতির কারণে এবার গার্মেন্টস শ্রমিকদের ঈদে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছিল৷ ফলে গার্মেন্টস কর্মীরা ঈদ করতে বাড়ি যাননি৷ অর্থনীতি সচল রাখতে দু’এক দিনের মধ্যে গার্মেন্টসগুলো খুলে দেয়া হবে৷

করোনার কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন৷ অনেকে নিয়মিত বেতন পাচ্ছেন না৷ আবার আর্থিক দুরবস্থার কারণে শহর ছেড়েছেন বহু মানুষ৷ অর্থনীতিবদদের হিসাবে কয়েক কোটি মানুষ নতুন দরিদ্র্য হয়ে পড়েছেন৷ এমন বাস্তবতায় ঈদ পালন নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘‘অর্থনৈতিক দুরবস্থা তো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এর ঢেউ লেগেছে৷ এখন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে৷ ইতোমধ্যে মধ্যবিত্তরা সঞ্চয় ভেঙে খেয়েছে৷ দুই কোটিরও বেশি মানুষ তাদের ক্রয়ক্ষমতা হারিয়েছে৷ আগে যারা গরু কোরবানি দিতেন এবার তারা হয়তো খাসি কোরবানি দিচ্ছেন৷ যিনি লাখ টাকার গরু কিনতেন এবার তিনি হয়তো ৫০ হাজার টাকা দিয়ে গরু কিনছেন৷ সব মিলিয়ে এর সামাজিক প্রভাবটা বেশ খারাপ৷ এতে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে৷ যেটা আমরা চাইব না৷’’

বর্জ্য অপসারণে ব্যাপক তৎপরতা

কোরবানির বর্জ্য অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন৷ ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য সাড়ে ৭০০ যানবাহন ব্যবহার করছে তারা৷ সেই সঙ্গে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য অপসারণে সাড়ে ১৭ হাজার কর্মী মাঠে থেকে সার্বক্ষণিক কাজ করছেন৷ কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, ‘‘দ্রুত কোরবানির বর্জ্য অপসারণের জন্য নগরীতে ২৫৬টি স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে৷ এবার প্রায় ১০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে৷ প্রতিবছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে৷’’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন শতাধিক যানবাহন বর্জ্য অপসারণে কাজ করছে৷ এছাড়া ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং পাউডার মিশিয়ে পানি ছেটানো হচ্ছে৷ পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখতে তারা ৪২টন ব্লিচিং পাউডার ও এক হাজার ৮০০ লিটার তরল জীবাণুনাশক ছেটাবে৷ তাদের নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার কর্মীসহ ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে রয়েছে৷ ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনেও সাড়ে ৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে৷ বর্জ্য সংরণের জন্য তারা প্রায় ১ লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে৷ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে তারা সব বর্জ্য অপসারণ করবেন৷

৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবী

বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম, জন্মস্থান, জন্ম তারিখ , পদবি, কর্মস্থল ও শহীদ হওয়ার তারিখ এবং সমাধি স্থানসহ বিভিন্ন তথ্য।

নামঃ মোস্তাফা কামাল


জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে।
জন্ম তাংঃ ১৬ ডিসেম্বর ১৯৪৭ সাল
পিতাঃ হাবিবুর রহমান মন্ডল
মাতাঃ মোসাম্মাৎ মালেকা বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৮ সাল
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ ব্রাক্ষ্মনবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে

নামঃ মোহাম্মদ হামিদুর রহমান


জন্মস্থানঃ বর্তমান ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার খোরদাখালিশপুর গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ২ ফ্রেব্রুয়ারি ১৯৫৩ সাল
পিতাঃ আক্কাস আলী
মাতাঃ কায়দাছুন্নেসা
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৭০ সালে
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৪নং সেক্টর
মৃত্যুঃ ২৮ অক্টোবর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান

নামঃ মুন্সি আব্দুল রউফ


জন্মস্থানঃ ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে ।
জন্ম তাংঃ ১ মে ১৯৪৯ সাল
পিতাঃ মুন্সি মেহেদি হোসেন
মাতাঃ মোছাঃ মুকিদুন্নেছা
কর্মস্থলঃ ই পি আর (ইস্ট পাকিস্তান রাইফেলস
যোগদানঃ ৮ মে ১৯৬৩ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে

নামঃ রুহুল আমিন


জন্মস্থানঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাগপাদুরা গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ১৯৩৪ সালের জুন মাসে
পিতাঃ মোঃ আজহার পাটোয়ারী
মাতাঃ মোছাঃ জুলেখা খাতুন
কর্মস্থলঃ নৌবাহিনী
পদবীঃ স্কোয়াড্রন ইন্জিনিয়ার
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১০ নং সেক্টর
মৃত্যুঃ ১০ ডিসেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রুপসা ফেরিঘাটের লুকপুরে ।

নামঃ মহিউদ্দিন জাহাঙ্গীর


জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগন্জ থানার রহিমগন্জ গ্রামে ।
জন্ম তাংঃ ৭ই মার্চ ১৯৪৯ সালে
পিতাঃ আব্দুল মোতালেব হাওলাদার
মাতাঃ মোসাম্মাৎ সাফিয়া বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৭ সালে
পদবীঃ ক্যাপ্টেইন
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৭ নং সেক্টর
মৃত্যুঃ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে
সমাধি স্থানঃ চাঁপাইনবাবগন্জের সোনা মসজিদ প্রাঙ্গন

নামঃ মতিউর রহমান


জন্মস্থানঃ ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়ি।
জন্ম তাংঃ ২৯ অক্টোবর ১৯৪১ সালে
পিতাঃ মৌলবি আব্দুস সামাদ
মাতাঃ সৈয়দা মোবারুকুন্নেসা
কর্মস্থলঃ বিমান বাহিনী
যোগদানঃ ১৯৬১ সালে
পদবীঃ ফ্লাইট লেফট্যানেন্ট
মৃত্যুঃ ২০ আগস্ট ১৯৭১ সালে
সমাধি স্থানঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।

নামঃ নূর মোহাম্মদ শেখ


জন্মস্থানঃ নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
জন্ম তাংঃ ২৬ ফ্রেব্রুয়ারী ১৯৩৬ সাল
পিতাঃ মোঃ আমানত শেখ
মাতাঃ জেন্নাতুন্নেসা
স্ত্রীঃ তোতাল বিবি
কর্মস্থলঃ ই পি আর
যোগদানঃ ১৯৫৯ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ যশোরের কাশিপুর নামক স্থানে

ক্যারিয়ার ব্যবস্থাপনা যেভাবে করবেন

ক্যারিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে।

চাকুরি সন্ধান কর্মপরিকল্পনার ৬টি ধাপ

১. নিজেকে মূল্যায়ন করা

২. ক্যারিয়ারের লক্ষ্যসমূহ গবেষণা করা

৩. পরিকল্পনা প্রণয়ন করা

৪. নিজ-বিপনী ( Self Marketing ) কৌশল নির্ধারণ করা

৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করা

৬. বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন করা

১. প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন:

১.আমার মূল্যবোধগুলো কি কি?

২.সিদ্ধান্ত প্রণয়নে কোন বিষয়গুলো আমাকে প্রভাবিত করছে?

৩.এর উদ্দেশ্য কি? ব্যতিক্রমি কিছু করা নাকি কেবল অর্থ উপার্জন ? মনোযোগের কেন্দ্রে থাকার ইচ্ছা নাকি অন্যকে সাহায্য করার ইচ্ছা?

৪.আগামী কয়েক বছরে আমার উদ্দেশ্য ও প্রাধান্যগুলো কি কি? আজ থেকে পাঁচ বছর পর আমার পরিকল্পনা কি?

৫.আমার প্রধান শক্তিগুলো কি?

৬.কি আমার জীবনকে অর্থপূর্ণ করে? আমার উদ্দেশ্য কি?

৭.আমার জীবন দর্শনে কর্মের স্থান কোথায়?

২. নিম্নোক্ত উপায়ে ক্যারিয়ার লক্ষ্যসমূহ গবেষণা করা:

আপনার পছন্দনীয় কাজের ক্ষেত্র নির্ধারণ করুন ।আপনি কাজ করতে পছন্দ করেন অথবা আপনার কাজের প্রস্তাব রয়েছে এরূপ প্রতিষ্ঠান বিশেষণ করুন।

কাজের ক্ষেত্র নির্ধারণ:

  • কোন ধরনের পণ্য অথবা সেবা এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে?
  • প্রধান কর্মক ও সম্ভাবনাময় ব্যক্তি কারা?
  • এই খাতের/ শিল্পের কোনো একটি প্রতিষ্ঠানের সাফল্যের প্রধান নিয়ামকগুলো কি কি?
  • ভবিষ্যতে এ খাতে লোক নিয়োগের সম্ভাবনা কতটুকু?
  • কোন ধরনের প্রতিভাকে এ খাত আকর্ষণ ও নিয়োগ করে এবং এ খাতে কোন ধরনের লোক প্রয়োজন?

প্রতিষ্ঠান বিশেষণ:

  • এ খাতের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এ প্রতিষ্ঠান আলাদা কেন?
  • এ প্রতিষ্ঠানের সংস্কৃতি, মূল্যবোধ ও প্রাধান্যগুলো কি কি?
  • এ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি (এম. ডি., সি.ই.ও, সি.এফ.ও এবং সি.ও.ও) এবং তাদের লক্ষ্য কি কি?
  • কর্মচারীদের সাথে এ প্রতিষ্ঠানের আচরণ কেমন?
  • প্রতিষ্ঠানের সুনাম রয়েছে কেমন?
  • সেখানে কাজের পরিবেশ কেমন?

৩. পরিকল্পনা প্রণয়ন:

  • আপনার পছন্দনীয় প্রতিষ্ঠান ও ভূমিকায় আপনার অবস্থানের বাস্তবসম্মত বিচার বিশেষণের মাধ্যমে চাকুরির বিকল্পগুলো খুঁজে বের করুন।
  • প্রাধান্য নির্ধারণ করুন এবং তা বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করুন
  • প্রধান পছন্দনীয় প্রতিষ্ঠানের লোক নিয়োগ সময়ের ভিত্তিতে চাকুরি সন্ধানের সাধারণ সময় নির্ধারণ করুন।

৪. নিজ বিপনী কৌশল প্রণয়ন: ( Self-marketing strategy ) :

  • পণ্য ( Product ) : ভোক্তাকে (সম্ভাব্য নিয়োগকর্তা) দেয়ার মত কোন কোন দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে?
  • মূল্য ( Price ): চাকুরির বাজারে আপনার মূল্য কতখানি? আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কি চাকুরির বাজারে আপনাকে অতি সমাদৃত পণ্যের স্থান দেয়, নাকি আপনার কাংখিত প্রতিষ্ঠানের দরজায় পৌছুতে আপনাকে কিছুটা ছাড় দিয়ে শুরু করতে হবে?
  • বিপণন ( Promotion ) : কোন ধরনের বক্তব্য বা বিষয়বস্তু আপনার পেশাগত দক্ষতাকে তুলে ধরে?
  • পরিবেশন ( Place ): আপনি চাকুরির বাজারে কিভাবে নিজেকে পরিবেশন করবেন? সম্ভাব্য চাকুরিদাতাদের কাছে নিজেকে তুলে ধরার বহুবিধ মাধ্যম ব্যবহার করার কথা বিবেচনা করুন। এর মধ্যে রয়েছে তাত্ক্ষনিক নিয়োগ, চাকুরির বিজ্ঞাপন (পত্রিকা অথবা অনলাইন জব সাইট্ ), চাকুরি মেলা (Job fair) , কোম্পানির ওয়েবসাইট, নিয়োগদাতা কর্মকর্তাদের সাথে এবং চেনাপরিচিতদের মাধ্যমে যোগাযোগ।
  • অবস্থান তৈরি ( Positioning ): কোন দিক থেকে আপনি অন্যান্য চাকুরিপ্রার্থীদের চেয়ে পৃথক? আপনার দক্ষতা, অতীত ও আগ্রহ কিভাবে আপনাকে পৃথক করে?

জীবনবৃত্তান্ত, কভার লেটার ও যোগাযোগ মাধ্যমই আপনার বিপণন হাতিয়ার

Resumes, cover letters, and your network are your marketing tools.

৫. চাকুরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি:

  • পূর্ব থেকেই উক্ত শিল্প ও এর প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজখবর করুন।
  • আপনি কি চাচ্ছেন কোন বিষয়টি আপনার নিকট গুরুত্বপূর্ণ ও কেন আপনি এ সাক্ষাৎকার দিচ্ছেন তা জানুন।
  • আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা, মেধা ও শক্তির কতখানি আপনি দিতে পারবেন তা জানুন।
  • আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তা অনুমান করুন।
  • অনুশীলন, সংশোধন ও আরো অনুশীলন করুন।
  • সাক্ষাৎকারে সময়মত উপস্থিত হোন, আগ্রহ ও পেশাগত মনোভাবের পরিচয় দিন।
  • যদি সাক্ষাৎকার গ্রহণকারী পরবর্তী ধাপ ও নিয়োগের সময় সম্পর্কে কোন আলোচনা না করে, তবে তা জিজ্ঞাসা করুন।
  • প্রতিটি সাক্ষাৎকারের পর নিজের পারফরম্যান্স মূল্যায়ন করুন। আপনি কোন কাজটা ভাল করলেন এবং কোন কাজটা ভাল হল না তা বোঝার চেষ্টা করুন।

৬.বাধাবিপত্তির সাথে খাপ খাইয়ে নিজ পরিকল্পনা বাস্তবায়ন

  • আপনার কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হবার সাথে সাথে মধ্যবর্তী সংশোধন এবং ফলাফল আরও ভাল করার জন্য পূর্বপদক্ষেপ মূল্যায়ন করুন। নিম্নোক্ত প্রশ্নাবলী জিজ্ঞাসার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করুন।
  • কোন কাজটি ভাল হচ্ছে এবং কোনটি হচ্ছে না?
  • কোথায় আমাকে উন্নতি করতে হবে?
  • কোন ধরনের সাহায্য বা পরামর্শ আমার প্রয়োজন?
  • সাহায্য, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য আমি কোথায় যাব?
  • আমার কর্মসম্পাদনে কোথায় গলদ রয়েছে যা সংশোধন করা প্রয়োজন?
  • আমার অবস্থানের উন্নয়নে কিভাবে আমি মোটিভেশন ধরে রাখতে পারব?