Monthly Archives: November 2019

দুর্দিনে সাকিবের পাশে যারা

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান৷ বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটারের দুর্দিনে পাশে দাঁড়াচ্ছেন অনেকে৷ এমনকি তাঁর সতীর্থ খেলোয়াড়রা সমবেদনা জানাতে বেছে নিয়েছেন ফেসবুক৷

51046840_303

সাকিবের নেতৃত্বে ‘বিশ্বকাপের ফাইনালে খেলব’

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা মঙ্গলবার ফেসবুকে লিখেছেন: ‘‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার৷ তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব৷ কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

37124751_303

একসঙ্গে ক্রিকেট খেলেছি আঠারো বছর’

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিম মঙ্গলবার ফেসবুকে সাকিব আল হাসানের উদ্দেশ্যে লিখেছেন: ‘‘আঠারো বছরের বেশি সময় ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলছি৷ মাঠে তোমাকে ছাড়া খেলার চিন্তা করাটাও অনেক দুঃখের ব্যাপার৷ আশা করি, তুমি সাফল্যের সঙ্গে দ্রুত ফিরে আসবে৷ তোমার প্রতি সবসময়ই আমার এবং গোটা বাংলাদেশের সমর্থন রয়ছে৷’’

51046889_303

‘তুমি এখনো আমাদের মাঝে সেরা’

জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুক লিখেছেন, ‘‘তুমি এখনো আমাদের সবার মধ্যে সেরা এবং এমনই থাকবে৷ তোমার প্রতি আমাদের সমর্থন রয়েছে৷ সর্বশক্তিমান আল্লাহ তোমাকে শক্তি দিক৷’’

51046757_303

উইআরউইথসাকিব’

জাতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘‘আমার কী বলা উচিত বুঝতে পারছি না! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের আপনাকে ছাড়া খেলতে হবে৷ তবে, আমি জানি এবং বিশ্বাস করি যে আপনি অবশ্যই শক্তভাবে ফিরে আসবে৷ আমরা আপনার ফেরার দিনটির অপেক্ষায় থাকলাম সাকিব ভাই৷ #উইআরউইথসাকিব’’

51046933_303

‘আপনার শূন্যতা কোনভাবে কাম্য নয়’

জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকার লিখেছেন, ‘‘২২ গজের উইকেটে, ড্রেসিং রুমে, টিম বাসে, টিম হোটেলে আপনার শূন্যতা আমাদের জন্য কোন ভাবেই কাম্য নয়৷ আমি জানি না এই পরিস্থিতিতে কি বলতে হয় বা লিখতে হয়৷ শুধু এইটুকু বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আগের থেকে আরো পরিনত হয়ে৷ কারন আপনি সাকিব আল হাসান৷’’

51046867_303.jpg

‘আপনাকে মিস করবো’

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘‘আমরা আপনাকে মিস করবো, আশা করছি আপনি আগের চেয়ে আরো শক্তিশালীভাবে ফিরে আসবেন৷’’

51046810_303

‘আপনার শূন্যতা কিছুতেই পূরণ সম্ভব নয়’

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উদ্দেশ্যে ক্রিকেটার আবু হায়দার রনি লিখেছেন, ‘‘আগামী একবছর আপনার শূন্যতা কিছুতেই পূরণ সম্ভব নয়৷ তবে বিশ্বাস করি, আপনি ফিরবেন আগের চাইতেও বেশি শক্তিশালি হয়ে৷’’