চমৎকার

প্রাণী না মানুষ, নাকি অন্য কিছু! একটু ভালো করে তাকিয়ে দেখুন৷ কী দেখতে পাচ্ছেন? ইয়োহানেস শ্টোটারের ক্যানভাস হচ্ছে মানব শরীর৷ আর তাঁর শিল্পে মানুষ হয়ে উঠছে অন্যরকম৷

সত্যিই কি ব্যাঙ!

৫ ঘণ্টায় ৫ ব্যক্তির ত্বকে অসম্ভব সুন্দর বর্ণালী ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ এরপর তাদের এমনভাবে স্থাপন করেছেন কে বলবে সেখানে কোন মানুষের অস্তিত্ব আছে? আপনি কি এখানে তাদের খুঁজে পাচ্ছেন?

সত্যিই তোতাপাখি!

এটা আসলেই অবাস্তব৷ একেবারেই বোঝার উপায় নেই৷ আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে অবাস্তবতার কি আছে, এটা তো একটা পাখি৷ আসলেই কি তাই? একটু ভালো করে লক্ষ্য করুন৷ এই শিল্পটি তৈরি করতে শিল্পীর লেগেছে ৪ ঘণ্টা৷

একটি ব্যাঙ না দুই নারী?

শরীর অঙ্কন যে কতটা অসাধারণ হতে পারে তার প্রমাণ এই শিল্পকর্ম৷ কে বলবে এখানে দুজন নারী আছেন!

ইটালির শিল্পী

ইটালির শিল্পী ইয়োহানেস শ্টোটারের প্রথম মডেল জন লিওনার্দো৷ গত বছর অক্টোবরে আটলান্টার একটি আকাশচুম্বী ভবনের কাছে তার দেহ অঙ্কন করছেন শিল্পী৷

স্থাপত্য না মানুষ?

দেহ অঙ্কন শেষে ইয়োহানেস যখন লিওনার্দোকে আকাশচুম্বী ভবনের কাছে দাঁড় করালেন, তখন অন্য স্থাপত্যের সাথে তার কোনো তফাৎ রইলো না৷

জার্মানিতে ইয়োহানেস

এটা ২০১৩ সালের ছবি, যখন জার্মানির লাইপশিস-এ ‘বিউটি ফোরাম’ প্রতিযোগিতায় অংশ নিতে এই নারীর দেহ অঙ্কন করেছিলেন তিনি৷

Leave a comment